বুধবার (২৮ আগস্ট) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান হাফিজুল। তিনি ত্রিশাল উপজেলার দরিরামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে।
নিহতের পরিবার জানায়, প্রায় দেড়মাস ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিলেন হাফিজুল। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তিও ছিলেন বেশ কয়েকদিন। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ঈদের আগে বাড়ি নিয়ে আসা হয় হাফিজুলকে।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে তার শারীরিক অবস্থা খারাপ হলে বুধবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে ভর্তি না করে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দিলে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় হাফিজুলের।
তবে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর জানা নেই বলে জানান মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. এবিএম শামসুজ্জামান সেলিম।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এমএএএম/জেডএস