জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (২৭ আগস্ট) স্বাক্ষরিত এক আদেশে জানায়, মো. শহীদ উল্লা খন্দকারের চুক্তির মেয়াদ তার আগের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে আগামী ২৩ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বৃদ্ধিপূর্বক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়েল সচিব হিসেবে পদায়ন করা হলো।
এ চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে আগের চুক্তির শর্তগুলো অপরিবর্তিত রেখে ফের চুক্তিপত্র সম্পাদন করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
চাকরির মেয়াদ শেষ হওয়ায় এর আগে অসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে ২০১৭ সালের ১৭ আগস্ট তাকে সচিবপদে চুক্তিভিত্তিক নিয়োগ করে দুই বছরের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এমআইএইচ/জেডএস