ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
দিনাজপুরে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার পল্লিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

আটক ডাকাতরা হলেন- সদর উপজেলার কাশিমপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে ইসতিয়াক জামান ওরফে সুমন (২৩), দিনাজপুর শহরের মধ্যবালুবাড়ীর মৃত আবুল কাশেম চৌধুরীর ছেলে আজমল হাবিব চৌধুরী ওরফে জুয়েল (৫১) ও রাজবাটি গ্রামের খায়রুল আলমের ছেলে পারভেজ আলম ওরফে গালিব (৩৪)।

 

এসময় তাদের কাছ থেকে ২টি ছোরা, চাপাতি, নগদ ৯ হাজার ২৫৫ টাকা ও ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়।  

বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় র‌্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর গ্রামে অভিযান চালায়। এসময় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ৩ ডাকাত স্বীকার করেছে দীর্ঘদিন ধরে তারা দিনাজপুরের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে।  

এ ব্যাপারে আটক ৩ ডাকাতকে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করে র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩০, আগস্ট ২৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।