সাগর নড়াইল সদরের কলাইতলার বুদোই দাসের ছেলে এবং গোবরা মিত্র কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র ছিলেন। তার মাথায় ধারালো অস্ত্রের কোপের চিহ্নসহ শরীরে আঘাত রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান সাগর। অনেক রাত হলেও ফিরে না আসায় খোঁজাখুজি করেও সন্ধান পাননি বাড়ির লোকজন। এছাড়া তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও পরিবারের সদস্যরা কোনো সাড়া পাননি। পরে বুধবার সকালে ওইস্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। হত্যা রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
আরএ