ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

যশোরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
যশোরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

যশোর: যশোরে হাসানুজ্জামান (৫০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার চুড়ামনকাঠি-বারীনগর এলাকার একটি শিমক্ষেত থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে হাসানুজ্জামানের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথায়ও তাকে হত্যা করে মরদেহ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।

তবে তার জামার পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে জানা যায় হাসানুজ্জামান কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া গ্রামের মৃত জহুরুল আলমের ছেলে। এ পরিচয় ধরে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তার বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।