বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাসেল জানান, কালিয়াকৈর বাজার এলাকায় সড়কের পাশে নিকু মিয়ার পুকুরে ওই ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
ধারণা করা হচ্ছে একদিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ওই পুকুরে ফেলে পালিয়ে যায়। নিহতের ঘাড় ভাঙা ছিল। সড়কের পাশে একটি পোলো শার্ট ও লুঙ্গি পাওয়া গেছে। ময়না-তদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
আরএস/আরএ