ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
কালিয়াকৈরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজার এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।  

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান রাসেল জানান, কালিয়াকৈর বাজার এলাকায় সড়কের পাশে নিকু মিয়ার পুকুরে ওই ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।  

ধারণা করা হচ্ছে একদিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে  শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ওই পুকুরে ফেলে পালিয়ে যায়। নিহতের ঘাড় ভাঙা ছিল। সড়কের পাশে একটি পোলো শার্ট ও লুঙ্গি পাওয়া গেছে। ময়না-তদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯ 
আরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।