ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় নারী নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর রেলগেটে ট্রেনের ধাক্কায় সালমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (২৮ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের ইয়াছিন মিয়ার স্ত্রী।

তার বাবার বাড়ি একই জেলার লাখাই উপজেলার ভরপূর্ণি গ্রামে।  

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ওলিপুরে রেললাইন পার হচ্ছিলেন সালমা। এ সময় সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল নামক ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।  

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান বাংলানিউজকে জনান, ময়না-তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।