ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ২ বসতঘর পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
খাগড়াছড়িতে ২ বসতঘর পুড়ে ছাই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা, ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা শহরের রুখই চৌধুরী পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দু’টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো।

আব্দুল কাদের বাংলানিউজকে বলেন, বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে স্থানীয় ছায়েলা ও রোকেয়া বেগমের বসতঘর পুড়ে গেছে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।