ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় বাসচাপায় শিশু নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
নগরকান্দায় বাসচাপায় শিশু নিহত 

ফরিদপুর: ফরিদপুরের ভবুকদিয়া বাসস্ট্যান্ডের কাছে বাসচাপায় আলিফ মোল্যা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ একই উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের খায়রুজ্জামান টিটো ম্যোল ছেলে।

 

স্থানীয়রা জানান, খেলার ছলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে রাস্তায় চলে আসে আলিফ। এ সময় বরিশাল অভিমুখী সাকুরা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটিকে আটকের চেষ্টা চলছে।

এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে দু’পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে জনতাকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।