ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

দু’দিন চেষ্টা করেও স্বাস্থ্যমন্ত্রীকে পেলেন না মেয়র! 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
দু’দিন চেষ্টা করেও স্বাস্থ্যমন্ত্রীকে পেলেন না মেয়র!  গাবতলী বাস টার্মিনালে এক পরিচ্ছন্নতা অভিযানে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মেয়র আতিক/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: দু’দিন চেষ্টা করেও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারেননি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। 

বুধবার (২৮ আগস্ট) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এক পরিচ্ছন্নতা অভিযানে এসে সাংবাদিকদের একথা জানান আতিকুল ইসলাম। এর আগে মঙ্গলবার (২৭ আগস্ট) গুলশানে মশক নিধন অভিযানে ডিএনসিসির কর্মকর্তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে।

 

বিষয়টি ‘দুঃখজনক’ উল্লেখ করে মেয়র আতিকুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমরা তো আবাসিক বাড়িগুলোতে প্রথমবার গিয়েই ফাইন করছি না। নির্মাণাধীন ভবনে বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা করছি। আমি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গতকাল যোগাযোগের চেষ্টা করেছি, আজও করেছি। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ অপরিচ্ছন্ন দেখে ক্ষোভ প্রকাশ করেন আতিক। এ বিষয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, সামনের অংশ যেমন পরিষ্কার, পেছনের অংশ তেমনি অপরিষ্কার। আমরা জানতে পারলাম এখানে অনেক অবৈধ দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে। এসব দোকানের ময়লা-আবর্জনাই এখানে ফেলা হয়। আমরা উচ্ছেদ করে দিচ্ছি। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি। স্থানীয় সংসদ সদস্য দায়িত্ব নিয়েছেন। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন যে তারা এ জায়গাটা পরিষ্কার রাখবেন।  

গাবতলী বাস টার্মিনালে ডিএনসিসির পরিচ্ছন্নতা অভিযানে মেয়রসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।  ছবি: জিএম মুজিবুরএসময় এক প্রশ্নের জবাবে স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক বলেন, এখানে যেসব দোকান আছে সেগুলো রাজনৈতিক মদদপুষ্ট না। কেউ প্রমাণ দিতে পারলে আমরা প্রয়োজনে আমাদের দলের নেতাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেবো। আমরা মেয়র মহোদয়কে বলেছি একবার উচ্ছেদ করে দিতে, এরপর আমরা দায়িত্ব নিচ্ছি।  

গাবতলী থেকে এক ঝটিকা অভিযানে মিরপুর মডেল থানা পরিদর্শন করেন মেয়র আতিকুল ইসলাম। সেখানকার পরিবেশে সন্তোষ প্রকাশ করেন তিনি। এরজন্য থানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।  

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এসএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।