ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ব্রুনেই বাংলাদেশ হাইকমিশনে মারধরের ঘটনা তদন্ত হচ্ছে 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
ব্রুনেই বাংলাদেশ হাইকমিশনে মারধরের ঘটনা তদন্ত হচ্ছে  ব্রুনেই বাংলাদেশ হাইকমিশনে মারধর/ফাইল ফটো

ঢাকা: ব্রুনেইয়ে বাংলাদেশ হাইকমিশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে ব্যবস্থা নিচ্ছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 

বুধবার (২৮ আগস্ট) প্রবাসী মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, গত ২২ আগস্ট ব্রুনেইয়ে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগের বিষয়টি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নজরে এসেছে।

দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ শ্রম অভিবাসন নিশ্চিত করতে মন্ত্রণালয় ওই অনাকাঙ্ক্ষিত ঘটনাটির বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  

গত ২১ আগস্ট ব্রুনেইয়ে বাংলাদেশ হাইকমিশনের শ্রম উইংয়ের কর্মীরা প্রবাসী এক বাংলাদেশি কর্মীকে দূতাবাসের মধ্যেই মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিরা ক্ষোভ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।