ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

শাহজালালে আমদানি নিষিদ্ধ সিগারেটসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
শাহজালালে আমদানি নিষিদ্ধ সিগারেটসহ আটক ২ আমদানি নিষিদ্ধ সিগারেটসহ আটক ২।

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৭২ কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেটসহ দুইজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিনগত রাত পৌনে ৩টার দিকে তাদের আটক করা হয়।

আটক দু’জন হলেন, চট্টগ্রামের হাটহাজারী  থানাধীন পশ্চিম দোলইয়ের (কাটিরহাট) মোহাম্মদ জুলফিকারের ছেলে মোহাম্মদ মামুন মিয়া (২৮) ও ফটিকছড়ি থানাধীন উত্তর ধুরুঙের মৃত আবুল বাশারের ছেলে নুর মো. রায়হান (২৮)।

তারা দুবাই থেকে একটি বেসরকারি এয়ারলাইন্সে ওই বিমানবন্দরে আসেন। এসময় সন্দেহ হলে তল্লাশি চালিয়ে মামুনের কাছ থেকে ৩১২ কার্টন সিগারেট ও নুর মো. রায়হানের কাছ থেকে ২৬০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান বিরোধী ধারায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।