সেদিন বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় টাইমস মিডিয়া ভবনের প্রধান মিলনায়তনে এ সভার আয়োজন করেছে গোলাম সারওয়ার নাগরিক স্মরণ পরিষদ।
এতে মরহুমের সহকর্মী ও শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানিয়েছেন পরিষদের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ও সদস্য সচিব মুস্তাফিজ শফি।
সাংবাদিকতার বাতিঘরখ্যাত গোলাম সারওয়ার গত বছরের ১৩ আগস্ট ৭৫ বছর বয়সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৪৩ সালের ১ এপ্রিল বরিশালের বানারীপাড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া গোলাম সারওয়ার ছিলেন মুক্তচিন্তা, প্রগতিশীল মূল্যবোধ আর মুক্তিযুদ্ধের সপক্ষে বাংলাদেশের সাংবাদিকতা জগতের প্রতিষ্ঠানতুল্য ব্যক্তিত্ব। ষাটের দশকে সাংবাদিকতার শুরু থেকে একটানা পাঁচ দশকের বেশি সময় তিনি এ পেশায় মেধা, যুক্তিবোধ, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার নিরবচ্ছিন্ন চর্চায় নিজেকে এবং বাংলাদেশের সংবাদপত্রকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করে গেছেন।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এইচএ/