ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

স্পিকার্স সম্মেলনে যোগ দিতে মালদ্বীপে শিরীন শারমিন 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
স্পিকার্স সম্মেলনে যোগ দিতে মালদ্বীপে শিরীন শারমিন  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মালদ্বীপে অনুষ্ঠেয় ফোর্থ সাউথ এশিয়ান স্পিকার্স সামিট অন অ্যাচিভিং দ্য সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস-এ যোগ দিতে ঢাকা ছেড়েছেন। 

বুধবার (২৮ আগস্ট) দুপুরে তিনি ঢাকা ত্যাগ করেন। আগামী ১-২ সেপ্টেম্বর মালদ্বীপের রাজধানী মালেতে এ সামিট অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷

স্পিকারকে বিদায় জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

সফর শেষে স্পিকার আগামী ৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।