জেলা শিল্পকলা একাডেমি এ নাটক প্রদর্শনীর আয়োজন করে।
বুধবার (২৮ আগস্ট) সকালে শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে নাট্যজন লিয়াকত আলী লাকীর গ্রন্থনা ও নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা এ নাটক মঞ্চস্থ করেন।
‘বাংলাদেশ এবং বঙ্গবন্ধু ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ’ এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তানি শাসন ও শোষন এবং বাংলা দেশের স্বাধীনতা অর্জন, ৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনা এ নাটকে তুলে ধরা হয়।
এ নাট্য প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এ সময় গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খন্দকার এহিয়া খালেদ সাদী, জেলা কালচালার অফিসার আল মামুন বিন সালেহ উপস্থিত ছিলেন।
মন্ত্রমুগ্ধের মতো এ নাটক উপভোগ করেন আগত বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অতিথিরা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ নাটকের প্রদর্শনী শেষ হবে।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এসএইচ