বুধবার (২৮ আগস্ট) আদালতের বিচারক আলমগীর কবির এ রায় দেন।
সাজাপ্রাপ্ত খালেক মিয়া সুমানগঞ্জ জেলার গামারিতলা এলাকার দুলাল মিয়ার ছেলে।
রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। এ মামলার বাকি চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মামলায় সরকার পক্ষের আইনজীবী স্বপন পাল জানান, ২০১২ সালের ১০ জুলাই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী এলাকার এক কিশোরীর সঙ্গে প্রেমের অভিনয়ে ইউনিয়ন পরিষদ ভবনের দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন খালেক মিয়া। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ২০ জুলাই ভাঙ্গা থানায় ধর্ষণ মামলা করেন। মামলার তদন্ত শেষে ওই বছরের ১৯ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক এ মামলার রায় দেন।
বাংলাদশে সময়: ১৭৫৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এনটি