ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী রিজাউল মোল্লা (৩৫) নিহত হয়েছেন।

বুধবার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার লস্করদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

এ ঘটনায় কৈতরী বেগম (৬০) ও মাহমুদুল (১৭) নামে আরও দুই যাত্রী আহত হয়েছেন।

আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছে।

রিজাউল মোল্লা একই উপজেলার আটকাহনিয়া গ্রামের গিয়াস উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে ফরিদপুরগামী একটি থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই থ্রি-হুইলারের যাত্রী রিজাউল মোল্লা নিহত হন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বাংলানিউজকে জানান, থ্রি-হুইলারটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।