বুধবার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার লস্করদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় কৈতরী বেগম (৬০) ও মাহমুদুল (১৭) নামে আরও দুই যাত্রী আহত হয়েছেন।
রিজাউল মোল্লা একই উপজেলার আটকাহনিয়া গ্রামের গিয়াস উদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে ফরিদপুরগামী একটি থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই থ্রি-হুইলারের যাত্রী রিজাউল মোল্লা নিহত হন।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বাংলানিউজকে জানান, থ্রি-হুইলারটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এনটি