বুধবার (২৮ আগস্ট) সকালে থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নতুন পাড়া ও খান কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাউজুল কবীর।
এসময় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত রাইজার ও চুলাসহ বিভিন্ন উপকরণ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাউজুল কবীর বাংলানিউজকে বলেন, সারাদেশে বাসা-বাড়িসহ সব প্রতিষ্ঠানে অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু হয়েছে। আমরা বুধবার আশুলিয়ার দু’টি এলাকায় এ উচ্ছেদ অভিযান চালিয়েছি। বাসা-বাড়িতে থাকা অনেকেই জানেন না যে তারা অবৈধ গ্যাস লাইন ব্যবহার করছেন। তাই আপাদত তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ রাইজার ও চুলা জব্দ করা হচ্ছে। বিচ্ছিন্ন এসব লাইনে পরর্বতী সময়ে সংযোগ দেওয়া হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বর্নিভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমার এলাকায় তিতাস কর্তৃপক্ষ অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগগুলি বিচ্ছিন্ন করছে এমন খবরের ভিত্তিতে আমি ঘটনা স্থলে আসি। তাদের উচ্ছেদ অভিযান কাজে যেন কোনো ব্যাঘাত না ঘটে সে কারণে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি এলাকার সবাইকে সচেতন করে দেওয়া হচ্ছে যেন অবৈধভাবে কোনো গ্যাস সংযোগ তারা না নেয়।
এবিষয়ে সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম বাংলানিউজকে বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানে নতুন পাড়ায় ১২০০ ও খান কলোনি এলাকায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং এই দুই এলাকার প্রায় তিন কিলোমিটার ব্যবহৃত পাইপ উত্তোলন করা হয়েছে। এতে এ এলাকার বসত-বাড়িতে অবৈধভাবে সংযোগ দেওয়া প্রায় ২ হাজার ২০০ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে চলবে সন্ধ্যা পর্যন্ত।
অভিযান শেষে এ সংখ্যা আরও বাড়বে উল্লেখ করে তিনি বলেন, সাভার ও আশুলিয়ায় প্রায় ৫০টি এলাকায় এমন অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার স্থান রয়েছে। সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সংখ্যা আরও বাড়তে পারে।
আবু সাদাৎ মো. সায়েম আরও বলেন, বাসা-বাড়িগুলোতে হাই-প্রেসার (১৫০ পিএসআইজি) লাইন থেকে অবৈধভাবে রেগুলেটরবিহীন সংযোগ নেওয়ায় যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আর এ অবৈধ কর্মকাণ্ডের কারণে সৃষ্ট দুর্ঘটনার দায় বহন করবে না তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তাই গ্রাহককেই এ ব্যাপারে সচেতন থেকে অবৈধ সংযোগ নেওয়া থেকে বিরত থাকতে হবে। এখন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। অভিযানের সঙ্গে সঙ্গে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের সার্বিক সহযোগিতায় আশুলিয়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এসএইচ