ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ৭ দিনের বৃক্ষমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
নওগাঁয় ৭ দিনের বৃক্ষমেলা

নওগাঁ: ‘পরিকল্পিত ফল চাষ জোগাবে পুষ্টি সম্মত খাবার’ এ প্রতিপাদ্যে নওগাঁয় সাত দিনের বৃক্ষমেলার উদ্ধোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে জেলা শহরের নওজোয়ান মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডসি) হারুন-অর-রশীদ।  

এর আগে নওগাঁ সরকারি কে ডি উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালির বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়।

পরে সেখানে কৃষি সম্পসারণ অধিদফতরের উপ-পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

এতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মো. রফিক, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা আহম্মদ নিয়ামুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিপি সাহা প্রমুখ বক্তব্য রাখেন।  

সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছের চারা ও বন বিভাগের উপকার ভোগীদের মধ্যে চেক বিতরণ করেন ডিসি হারুন-অর-রশীদ।  

মেলায় অর্ধশতাধিক স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ-বনজ ও ওষুধি গাছের চারার সমাগম ঘটে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।