ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা সঙ্কটে ‘গঠনমূলক’ ভূমিকা রাখবে চীন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
রোহিঙ্গা সঙ্কটে ‘গঠনমূলক’ ভূমিকা রাখবে চীন

ঢাকা: ঢাকায় নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, রোহিঙ্গা সঙ্কট সমাধানে আরও গঠনমূলক ভূমিকা রাখবে চীন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এদিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। বৈঠক শেষে সাংবাদিকদের চীনা রাষ্ট্রদূত বলেন, চীন রোহিঙ্গা সঙ্কট সমাধানে কাজ করছে।

এই সঙ্কট সমাধানে আরও গঠনমূলক ভূমিকা রাখবে চীন।  

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-চীনের দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু ছাড়াও রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা হয়েছে।  

এদিকে, রোহিঙ্গা সঙ্কটের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে বিকেল ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবেন ড. মোমেন।  

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।