বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জুনায়েদ পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জামে মসজিদের ইমাম হাফেজ মো. শহিদুল ইসলামের ছেলে।
শিশুটির বাবা বাংলানিউজকে বলেন, খেলতে খেলতে বাড়ির সবার অগোচরে পার্শ্ববর্তী একটি বাড়ির পুকুরে পড়ে ডুবে যায় জুনায়েদ। পরে তাকে না দেখে খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার হয়।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এসআরএস