বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার আচঁরাখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শাহিদা বেগম ওই গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বাংলানিউজকে জানান, সকালে মুক্তার হোসেন বাড়ির পাশে হালতিবিলে মাছ ধরার উদ্দেশে জাল ফেলে রেখে আহসানগঞ্জ হাটে যান। দুপুরে তার স্ত্রী শাহিদা বেগম ওই জাল তুলতে পানিতে নামেন। এক পর্যায়ে গভীর পানিতে তলিয়ে যান শাহিদা। তখন স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এনটি