ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে অস্ত্র-ম্যাগজিন উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
ময়মনসিংহে অস্ত্র-ম্যাগজিন উদ্ধার উদ্ধার করা বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি, ছবি: সংগৃহীত

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে র‌্যাব-১৪ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ আগস্ট) দুপুরে র‌্যাব-১৪ এর একটি দল অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদের নেতৃত্বে সদর উপজেলার উত্তর দাপুনিয়া বন্দেরবাড়ি গ্রামের দুদু মিয়া (৩৭) নামে এক মাদক ব্যবসায়ী বাড়িতে অভিযান চালায়।

এসময় দুদু মিয়া বাড়িতে না পেলেও তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে।

পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।