বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে র্যাব-১৪ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ আগস্ট) দুপুরে র্যাব-১৪ এর একটি দল অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদের নেতৃত্বে সদর উপজেলার উত্তর দাপুনিয়া বন্দেরবাড়ি গ্রামের দুদু মিয়া (৩৭) নামে এক মাদক ব্যবসায়ী বাড়িতে অভিযান চালায়।
পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এমএএএম/ওএইচ/