বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাজিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারেকুজ্জামান ছোটন বাংলানিউজকে জানান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে প্রধান শিক্ষিকা ও হামিদুর রহমান ফর্সার মধ্যে দ্বন্দ্ব চলছিল।
স্থানীয় নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার বাংলানিউজকে জানান, এ ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
জামালপুর জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন বাংলানিউজকে জানান, শিক্ষকের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এদিকে, বকশীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহাফুজ বাংলানিউজকে জানান, জামালপুরে সভা থাকায় ওসি সাহেব বর্তমানে সেখানে রয়েছেন। তারপরেও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এনটি