বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে নগরের জর্ডন রোড এলাকায় পরিচালিত পৃথক দু’টি অভিযানে এ জরিমানা করা হয়।
নির্মাণাধীন ভবনগুলোর ভেতরে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।
তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস ও তিনি এডিস মশার বংশ বিস্তার রোধে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালান। অভিযানে জর্ডন রোড এলাকার তিনটি নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়া যাওয়ায়। তাই ভবনগুলোর নির্মাণ সংশ্লিষ্টদের জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউশন অফিসার ও বরিশাল সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক বাংলানিউজকে জানান, অভিযানে লায়লা ল্যান্ড মার্কের নির্মাণাধীন বহুতল একটি ভবনসহ ৩টি নির্মাণাধীন ভবনকে সিটি করপোরেশন (স্থানীয় সরকার) আইন ২০০৯ এর ৯৩ ধারা মোতাবেক মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ ভবনগুলোর কাজের পরিচালনার দায়িত্বে থাকা মহসিন, সাইদুল ইসলাম সজিব ও মিজানুর রহমান পরিশোধ করেন।
এদিকে জনস্বাস্থ্য রক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এমএস/এইচএডি