ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
পটুয়াখালীতে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

পটুয়াখালী: পটুয়াখালীতে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ১০ জন সাক্ষী গ্রহণ শেষে জেলা ও দায়রা জজ আদালতে রায় দেন বিজ্ঞ বিচারক একেএম এনামুল করিম।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ঘটনার দিন ২০০৯ সালের ৯ মে বিকেলে একটি মোবাইলকে কেন্দ্র করে সন্ত্রাসী রনি, এমরান, লিটন হাওলাদার ওরফে লিটু, কামাল গাজী ওরফে কসাই কামাল গং পটুয়াখালী পতিতালয়ের ফরিদা বেগমের ছেলে শামীম গাজীকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী পুরাতন হাসপাতালে নিয়ে মারধর করে এবং মোটরসাইকেল চাপা দিয়ে গুরুতর জখম করে।

খবর পেয়ে মা ফরিদা বেগম স্থানীয় লোকজন নিয়ে শামীম গাজীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যান।

এ ঘটনায় ওইদিন রাতেই ফরিদা বেগম উল্লেখিত আসামিসহ ছয়জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা আলী আকবার ওই বছরের ২৮ জুলাই চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।