ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

বগুড়া: বগুড়ায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাস যাত্রী সোহেল রানা (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের আরও তিন যাত্রী। 

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

এর আগে সকাল ১০টার দিকে বগুড়া বনানী-মাটিডালী দ্বিতীয় বাইপাস মহাসড়কের মানিকচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোহেল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বুড়ইল গ্রামে বাসিন্দা।  
 
জানা যায়, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিল শুক্রবার। সেই পরীক্ষায় অংশ নিতে বগুড়া সদর উপজেলার মানিকচক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একটি ভাড়া মাইক্রোবাসে করে এসব পরীক্ষার্থীরা আসছিলেন। কেন্দ্রে পৌঁছার খানিকটা আগে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে চারজন আহত হন।
 
পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। তিনি তার স্ত্রীকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসছিলেন।
 
ঘটনার পরপরই ট্রাক-মাইক্রোবাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যান। তবে ট্রাক ও মাইক্রোবাস জব্ধ করা হয়েছে বলে জানান ওসি এসএম বদিউজ্জামান।
 
বাংলাদেশ সময়: ৩৫৩৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এমবিএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।