শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটির পরিবার থানায় অভিযোগ করলে বিষয়টি প্রকাশ্যে আসে।
ভুক্তভোগী শিশুর বাবা বাংলানিউজকে জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে খেলার কোনো এক পর্যায়ে ওই কলেজছাত্র শিশুটিকে একটি ঘরে নিয়ে বলাৎকার করে পালিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত কুমার বাগচীর বরাত দিয়ে কর্তব্যরত এসওসিএমও লিয়াকত আলী বলেন, যৌন হেনস্থায় শিশুটি বিশেষভাবে আহত। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাকে যশোর হাসপাতালে রেফার করা হয়েছে।
চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ঘটনা দুপুরে ঘটলেও, পরিবার আমাদের সন্ধ্যায় জানিয়েছে। আমিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছি।
বাংলাদেশ সময়: ০৪২৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
ইউজি/এইচজে