শনিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার গৌরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রয়েল শিবগঞ্জ উপজেলার কানসাট পুকুরিয়া গ্রামের শফিকুল ইসলাম তানুর ছেলে।
চৌডালা পাওয়ার স্টেশনের স্টেশনের ইনচার্জ মিলন রহমান বাংলানিউজকে জানান, সকালে গৌরিপুর এলাকায় পল্লী বিদ্যুতের ঠিকাদারের শ্রমিকরা লাইনের পাশে গাছ কাটছিল। তখন রয়েল বৈদ্যুতিক খুঁটিতে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এনটি