ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় ভৈরব নদ থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
খুলনায় ভৈরব নদ থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

খুলনা: খুলনার ভৈরব নদ থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৩১ আগস্ট) দুপুরে মহানগরের দৌলতপুরের বিএল কলেজের পেছনের তরফদার ঘাট থেকে মরদেহটি উদ্ধার হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোশাররফ হোসেন জানান, দুপুরে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মহানগরের দৌলতপুরের বিএল কলেজের পেছনের তরফদার ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে।

মরদেহ ময়নাতদন্তের খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।  
 
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।