শনিবার (৩১ আগস্ট) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সিমেন্ট আনার জন্য ওই পরিত্যক্ত কক্ষে ঢুকলে বস্তাচাপা অবস্থায় হাত-পা বাঁধা ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, পাঁচ/সাতদিন আগে ওই পরিত্যক্ত কক্ষে হাত-পা বেঁধে যুবককে হত্যার পর তাকে সিমেন্টের বস্তাচাপা দিয়ে রেখে গিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এসআরএস