শনিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার হাবড়া ইউনিয়নের চোকারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিউল উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের বড়চণ্ডীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদে দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ রবিউলকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে তার নামে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিউলের বিরুদ্ধে থানায় আগের আট/দশটি মামলাও রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এসআরএস