শুক্রবার (৩১ আগস্ট) দিনগত রাত সোয়া ১১টার দিকে এই ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, ‘লালবাগ কেল্লার প্রধান গেটের পাশে একটি সরু গলি থেকে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। যুবকের বুকে ধারালো অস্ত্রের আঘাত ছিল। ’
তিনি আরও জানান, ‘কে বা কাহারা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে, বিষয়টি জানার জন্য চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। নিহতের পরনে ছিল কালো শার্ট ও কালো প্যান্ট। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ’
বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
এজেডএস/জেআইএম