শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম নেটওয়ার্ক আয়োজিত ‘ঢাকা ডকল্যাব’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের হাতে কে বা কারা মোবাইল দিল আমরা পরোখ করে দেখবো। ’
এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, ‘সীমান্ত পেরিয়ে কেউ যাতে না আসতে পারে, সে বিষয়ে সীমান্তে শক্ত ব্যবস্থাপনা আমাদের আছে। ’
তিনি আরও জানান, ‘যেসব এনজিও রোহিঙ্গা এলাকায় দেশ বিরোধী কাজ করছে, তাদের চিহ্নিত করে আমরা ব্যবস্থা নিয়েছি। ’
এমন ৪১টা এনজিওর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান ড. মোমেন।
বাংলাদেশ সময়: ০৩২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
টিআর/জেআইএম