মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলমগীর কবির আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত বিপ্লব মাতুব্বর ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কাকিলাখোলা গ্রামের বাসিন্দা।
জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকার পক্ষের কৌসুলি (পিপি) স্বপন পাল জানান, ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর বিপ্লব একই এলাকার এক গৃহবধূকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনার পর ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে বিপ্লব মাতুব্বরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
অপহরণের পর থেকে এ পর্যন্ত অপহরণকারী বিপ্লব ও অপহৃত ওই গৃহবধূর সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
আরএ