ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু 

নাটোর: নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪০) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম পৌরসভার ভরতপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে। কামাল ওই এলাকায় দুলাল হোসেনের ছেলে।

পেশায় তিনি একজন কাঠ ব্যবসায়ী বলে জানা গেছে।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন চান্দু বাংলানিউজকে জানান, সকালে কামাল নিজ বাড়িতে নির্মাণাধীন নতুন দালান ঘরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিচ্ছিলেন। এসময় ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।