মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম পৌরসভার ভরতপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে। কামাল ওই এলাকায় দুলাল হোসেনের ছেলে।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন চান্দু বাংলানিউজকে জানান, সকালে কামাল নিজ বাড়িতে নির্মাণাধীন নতুন দালান ঘরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিচ্ছিলেন। এসময় ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারের সঙ্গে স্পর্শ লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এসআরএস