ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের ভাসানচরে জোর করে পাঠানো হবে না

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
রোহিঙ্গাদের ভাসানচরে জোর করে পাঠানো হবে না পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন/ফাইল ফটো

ঢাকা: রোহিঙ্গাদের ভাসানচরে জোর করে পাঠানো হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি।  

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনস, বাংলাদেশ (ডিক্যাব) নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

মতবিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, রোহিঙ্গাদের ভাসানচরে জোর করে পাঠানো হবে না।  

এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে যারা বাধা দেবেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯ 
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।