মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় দেন। রুমু বেগম টোরাগড় শেখা কায়েল বাড়ীর লিটন হোসেনের স্ত্রী।
মামলার বিরবরণ থেকে জানা গেছে, ২০১৪ সালের ৭ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মহামায়া বাজারের শুভ কপি হাউজের সামনে চাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে রুমু বেগম ও এক পুরুষকে আটক করেন। ওই সময় তার দেহ তল্লাশি করে ১ হাজার ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। ওই ঘটনায় পরদিন ৮ নভেম্বর চাঁদপুর মডেল থানার তৎকালীন এএসআই আহসানুজ্জামান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুমুর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম তদন্ত শেষে ২৭ নভেম্বর আদালতে মামলার চার্জশিট দাখিল করেন।
সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আমান উল্যাহ বাংলানিউজকে বলেন, সাক্ষ্য প্রমাণ ও নথি পর্যালোচনা করে আসামি রুমু বেগমকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিপক্ষের আইজনীবী ছিলেন অ্যাডভোকেট মো. হান্নান কাজী।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
আরএ