ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক ২ ইয়াবাসহ আটক দুই মাদকবিক্রেতা। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।

আটকরা হলেন- উপজেলার সাবরাং ইউনিয়নের মৃত আলী আকবরের ছেলে ইমরান হোসেন (৩৫) ও একই এলাকার মো. আইয়ুবের ছেলে মো. হারুন (২৩)।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরে সাবরাং হাবিব পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের ভারপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তা লে. বিএন শাহ জিয়া রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং ইউনিয়নের হাবিবপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করে কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় তাদের তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযানের সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে আটক দুই ইয়াবা ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার জন্য অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সোহেল রানা ও অন্য একজন সদস্য আহত হন। পরে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোস্ট গার্ডের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।