মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
ইউকেএইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংগঠন সেন্টার ফর রাইটস অ্যান্ড ডেভলপমেন্ট (সিআরডি) এ কর্মসূচির আয়োজন করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সিআরডির জেলা সমন্বয়কারী পারভীন বেগম, ইউনিয়ন সংগঠক আশুরা বেগম, রিক্তা আক্তার, জেরিন আক্তার, সানজিদা ফেরদৌস বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি পঞ্চগড়ের মেয়ে মাদ্রাসাছাত্রী আসমাকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের একটি বগিতে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া তনু, সোনিয়াসহ সারাদেশে অসংখ্য নারী ও শিশু প্রতিনিয়ত ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। এসব অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ধর্ষণ ও হত্যা চলতেই থাকবে।
এসময় ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
আরএ