ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে ৭ দিনে ৯৫৫ মামলা, ৯৫ গাড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
পটুয়াখালীতে ৭ দিনে ৯৫৫ মামলা, ৯৫ গাড়ি আটক সড়কে চেকপোস্ট। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: সড়কে নিরাপদ যাত্রা ও যানবাহনে শৃঙ্খলা ফেরাতে পটুয়াখালীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে গত ৭ দিনে ৯৫৫টি মামলা এবং ৯৫টি গাড়ি আটক করা হয়েছে।

সম্প্রতি পটুয়াখালী সড়ক এবং মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বেপরোয়া ও অতিরিক্ত মাত্রায় গতি এবং অসচেতনাই এর মূল কারণ হিসেবে দেখছে পুলিশ।

 

এ জন্য ২৮ আগস্ট থেকে পটুয়াখালী-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের চৌরাস্তা এলাকায় ট্রাফিক পুলিশ নজরদারি বাড়িয়েছে।

পটুয়াখালী ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর হেলাল উদ্দিন জানান, শহরের সিঙ্গারা পয়েন্ট, সার্কিট হাউজ, পৌরসভা চত্বরসহ বিশেষ বিশেষ জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। ফলে দুর্ঘটনার পাশাপাশি সামাজিক অপরাধ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, অভিযানকালে মোটরসাইকেল ব্যবহারকারীদের হেলমেট বাধ্যতামূলক করতে তাদের উৎসাহের পাশাপাশি আইনের আওতায় আনা হচ্ছে।

এ ছাড়াও ২০১৯ সালের জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত গত ৮ মাসে পটুয়াখালী ট্রাফিক বিভাগে ১২ হাজার ৫৭৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে ৪৩ লাখ ৩৩ হাজার ৪৪৫ টাকা রাজস্ব আয় হয়েছে। এছাড়া গত ৭ দিনের অভিযানে জরিমানার পরিমাণ সংযোজন করলে আগস্ট পর্যন্ত প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব আদায় হওয়ার সম্ভবনাও রয়েছে বলে জানান তিনি।

পটুয়াখালী পুলিশ সুপার মইনুল হাসান বলেন, সড়ক এবং মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকে। অতিরিক্ত এবং বেপরোয়া গতি এর কারণ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।