মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে দশমিনা উপজেলার কেজিরহাট বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় নৌ-পুলিশ।
হাজিরহাট নৌ-পুলিশের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) উত্তম কুমার দাস তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে জব্দ হওয়া সব কারেন্টজাল অবৈধ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারেন্টজালসহ রহিমকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস পরিচালিত আদালতের সোপর্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী আবদুর রহিমকে ১ বছরের কারাদণ্ড ও জব্দ জালগুলো ধ্বংস করার সিদ্ধান্ত দেন।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এসএইচ