ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

দশমিনায় ৪ লাখ মিটার কারেন্টজাল জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
দশমিনায় ৪ লাখ মিটার কারেন্টজাল জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড

পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনায় নৌ-পুলিশের অভিযানে ৪ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি এর সঙ্গে জড়িত ব্যবসায়ী রহিমকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে দশমিনা উপজেলার কেজিরহাট বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় নৌ-পুলিশ।

হাজিরহাট নৌ-পুলিশের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) উত্তম কুমার দাস তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে জব্দ হওয়া সব কারেন্টজাল অবৈধ।

 ব্যবসায়ী আবদুর রহিম দীর্ঘদিন ধরে ওই এলাকায় কারেন্টজাল বিক্রি করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারেন্টজালসহ রহিমকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস পরিচালিত আদালতের সোপর্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী আবদুর রহিমকে ১ বছরের কারাদণ্ড ও জব্দ জালগুলো ধ্বংস করার সিদ্ধান্ত দেন।

বাংলা‌দেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, সে‌প্টেম্বর ০৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।