মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
পথচারী নাজমুল হোসেন জানান, বিকেলে কারওয়ান বাজার এলাকার মাছ বাজারের পাশে রেললাইন পারাপারের সময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন কাচ্চু।
কাচ্চুর শ্যালক আরিফুল বলেন, তার দুলা ভাই কাচ্চুর বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। বর্তমানে তিনি রাজধানীর নিউমার্কেট এলাকায় থেকে হকারি করে কাপড় বিক্রি করতেন।
তিনি বলেন, তার বোন রাজিয়া বেগম ও তিন সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এজেডএস/আরআইএস/