মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল নোমান এ সাজা দেন। আবদুল্লাহ উপজেলার বড় বাহাদুরপুর এলাকার মামুন বেপারীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শিবচর থানা পুলিশের একটি দল নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নোমান অভিযান চালিয়ে উপজেলার বড় বাহাদুরপুর বাজার থেকে তাকে আটক করে। সাজাপ্রাপ্ত আবদুল্লাহ নিজে একজন ইয়াবা সেবনকারী এবং বিক্রেতা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নোমান বলেন, এলাকাবাসীর অভিযোগ পেয়ে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করি। তিনি ইয়াবা বিক্রি ও সেবনের কথা স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরেই গ্রামে ইয়াবা বিক্রি করে আসছিল।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এসএইচ