ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

শিবচরে মাদক বিক্রেতার দুই বছরের সাজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
শিবচরে মাদক বিক্রেতার দুই বছরের সাজা

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে আবদুল্লাহ বেপারী (২৭) নামে এক মাদক বিক্রেতাকে দুই বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তিনি নিজ এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজাসহ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল নোমান এ সাজা দেন। আবদুল্লাহ উপজেলার বড় বাহাদুরপুর এলাকার মামুন বেপারীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শিবচর থানা পুলিশের একটি দল নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নোমান অভিযান চালিয়ে উপজেলার বড় বাহাদুরপুর বাজার থেকে তাকে আটক করে। সাজাপ্রাপ্ত আবদুল্লাহ নিজে একজন ইয়াবা সেবনকারী এবং বিক্রেতা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নোমান বলেন, এলাকাবাসীর অভিযোগ পেয়ে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করি। তিনি ইয়াবা বিক্রি ও সেবনের কথা স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরেই গ্রামে ইয়াবা বিক্রি করে আসছিল।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।