মিলন রাইড শেয়ারিং করে জীবন-যাপন করতেন। তার অকাল মৃত্যুতে তার পরিবারে নেমে আসে শোকের ছায়া।
ইয়ামাহা রাইডারস ক্লাব বিভিন্ন বাইকিং এক্টিভিটির সঙ্গে সঙ্গে সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২ আগস্ট রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত ইয়ামাহা শো-রুমে ইয়ামাহা রাইডারস ক্লাব ও এসিআই মটরস্ টিমের সদস্যদের সম্মিলিত উদ্যোগে নিহত মিলনের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় মিলনের বাবা আবেগাপ্লুত হয়ে পড়েন।
এসিআই মটরস্ বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানির এসিআইয়ের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশের ৫৫ টিরও বেশি ৩এস (সেলস্, সার্ভিস, স্পেয়ারস) ডিলার পয়েন্ট রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
ওএইচ/