ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ বৈঠক শেষে দুই দেশের উচ্চপদস্থরা

ঢাকা: বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছে উভয় দেশ। দু’দেশের সিনিয়র অফিসিয়াল পর্যায়ের বৈঠকে এ সন্তোষ প্রকাশ করা হয়। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৫ম সিনিয়র অফিসিয়াল পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে উভয়পক্ষ দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর পূর্তি ও বিদ্যমান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে।

বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসার, দ্বিপক্ষীয় সফর, মানুষে মানুষে যোগাযোগ, কৃষিখাত, শিক্ষাখাত, প্রশিক্ষণ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।