মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় র্যাব-৩ এর কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক তিন জন হলেন- মো. মোতালিব ওরফে নাদিম (৩৪), সোনিয়া আক্তার ওরফে অধরা (২৬) ও মো. নাসির হোসেন (৪৩)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর দেড়টায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কাঁচপুর সিএনজি অ্যান্ড রিফুয়েলিং সেন্টারের সামনে র্যাব-৩ এর একটি দল অভিযান চালিয়ে তিন মাদকবিক্রেতাকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৯ হাজার ১০০ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার, চারটি মোবাইল ও নগদ ২১ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
দীর্ঘদিন ধরেই পরস্পর যোগসাজশে অন্যান্যদের সহযোগিতায় বিশেষ কৌশলে দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা কিনে এনে রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল তারা।
তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এমএমআই/এসএ