মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকালে কাওসার দপ্তরির (৪৮) মরদেহ উদ্ধার করে পুলিশ। কাওসার ওই এলাকার মৃত জামেদ আলী দপ্তরির ছেলে।
এদিকে, হত্যার অভিযোগে পরকীয়া প্রেমিকসহ নিহত কাওসারের স্ত্রী সাজেদা বেগম (৩৫) ও হিজলা উপজেলার চর ছয়গাঁও এলাকার আলমগীর হোসেন ব্যাপারীর ছেলে মাসুদ ব্যাপারীকে (৩০) আটক করেছে পুলিশ।
বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিব উদ্দিন বাংলানিউজকে জানান, বুধবার (০৪ সেপ্টেম্বর) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে কাওসারের মরদেহ ময়নাতদন্ত করা হবে। নিহত কাওসারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এজন্য নিহতের স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে। তবে নিহত কাওসারের ছেলে ঢাকায় অবস্থান করায় এখনো এ ঘটনা কোনো মামলা হয়নি।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এমএস/আরআইএস/