ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যার অভিযোগ

ব‌রিশাল: বরিশালের হিজলা উপজেলার চর ছয়গাঁও এলাকায় পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামী কাওসার দপ্তরিকে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকালে কাওসার দপ্তরির (৪৮) মরদেহ উদ্ধার করে পুলিশ। কাওসার ওই এলাকার মৃত জামেদ আলী দপ্তরির ছেলে।

 

এদিকে, হত্যার অভিযোগে পরকীয়া প্রেমিকসহ নিহত কাওসারের স্ত্রী সাজেদা বেগম (৩৫) ও হিজলা উপজেলার চর ছয়গাঁও এলাকার আলমগীর হোসেন ব্যাপারীর ছেলে মাসুদ ব্যাপারীকে (৩০) আটক করেছে পুলিশ।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিব উদ্দিন বাংলানিউজকে জানান, বুধবার (০৪ সেপ্টেম্বর) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে কাওসারের মরদেহ ময়নাতদন্ত করা হবে। নিহত কাওসারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।  

তিনি বলেন, ধারণা করা হচ্ছে পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এজন্য নিহতের স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে। তবে নিহত কাওসারের ছেলে ঢাকায় অবস্থান করায় এখনো এ ঘটনা কোনো মামলা হয়নি।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সে‌প্টেম্বর ০৩, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।