মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার হারাটি ইউনিয়নের তালুক হারাটি চান্দের বাজার এলাকায় বাড়ির পাশের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
মৃত শিশুরা হলো, সদর উপজেলার তালুক হারাটি গ্রামের মুকুল মিয়ার ছেলে শাহজালাল (০৪) ও তার ফুপাত বোন পাশের কাজির চওড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে মরিয়ম আক্তার মিথু (০৫)।
হারাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব সিরাজুল হক বাংলানিউজকে বলেন, ফুপাতো বোন মরিয়মকে নিয়ে বিকেলে খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় শিশু শাহজালাল। এ সময় তারা পানিতে ডুবে মারা যায়। সন্ধ্যায় পুকুরে তাদের দু'জনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এসএইচ