নিহত বাবুল নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের নুর মোহাম্মদের ছেলে। গুলিবিদ্ধ সাইফুল ইসলাম (১৮) একই উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ঝাড়শিঙ্গেশ্বর গ্রামের গোলজার রহমানের ছেলে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে ওই সীমান্তে গরু চরাতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, তিস্তা নদীর চরে গরু চরাতে গেলে তারা ভুলক্রমে ভারত সীমান্ত রেখায় চলে যায়। এ সময় ওপারের উড়ান বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাবুল ও সাইফুলের ওপরে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ বাবুল নিহত এবং সাইফুল ইসলাম আহত হয়। বিএসএফের নিহত ও আহত যুবকে নিয়ে যায় বলে এলাকাবাসী অভিযোগ করেছে।
এ ঘটনায় ৫১ বিজিবির নীলফামারীর ডিমলা এলাকার দায়িত্বে থাকা কোম্পানি কমান্ডারের পক্ষে ঘটনাটি তারা অবগত নন বলে সাংবাদিকদের জানায়।
তবে নীলফামারীর ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ জানান, বিএসএফের গুলিতে একজন নিহত ও একজন আহত হবার খবরে তিনিসহ ডিমলা থানার পুলিশ তাদের বাড়িতে গিয়ে পরিবারের কাছে ঘটনার সত্যতা জানতে পেরেছেন। বিষয়টি তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছেন বলে জানান।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এসএইচ